২০ ওভার নির্বিঘ্নে খেলেছেন দুই ওপেনার। তখন স্রেফ ২ ওভার কাটিয়ে দেওয়ার পালা। হঠাৎই যেন পাগলামো ভর করল সৌম্য সরকারের ওপর। বল উড়িয়ে ফেলতে চাইলেন যেন স্টেডিয়ামের বাইরে। কিন্তু উঠল শুধু আকাশে, জমল ফিল্ডারের হাতে। ভালো শুরুর পর আচমকা ধাক্কা! সৌম্যকে হারিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ৪৫। প্রথম ইনিংসের ৪৩ রানের লিড মিলিয়ে বাংলাদেশ এগিয়ে ৮৮ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ২৬০ রান। দ্বিতীয় দিন চা-বিরতির পরপর অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ২১৭ রানে। প্রথম ইনিংসে আরও বড় লিড না পাওয়ার হতাশা খানিকটা আড়াল হয়েছিল দুই ওপেনারের ব্যাটে। উইকেটের চ্যালেঞ্জ সামলে দলকে মোটামুটি ভালো শুরু এনে দেন তামিম ইকবাল ও সৌম্য। প্যাট কামিন্সকে দারুণ একটি চার মেরে শুরু করেছিলেন সৌম্য। তবে এরপরই ঢুকে যান খোলসে। উইকেট ও বোলিং বুঝে খেলছিলেন ধীরে-সুস্থে। নিজের সহজাত স্ট্রোক প্লে রেখে আঁকড়ে ছিলেন উইকেট। কিন্তু দিনের ১১ বল বাকি থাকতে ওই ব্যাখ্যাতীত শট। উড়িয়ে মারতে চাইলেন অ্যাশটন অ্যাগারকে। মিড অন থেকে লং অনের দিকে অনেকটা ছুটে চারবারের চেষ্টায় বল হাতে জমালেন উসমান খাওয়াজা। ৭৪ মিনিটে ৫৩ বল খেলে ১৫ রানের ইনিংসে ছিল...
This is my new blogger website. Here you will be able to get technical assistance, earn money, learn about SEO and smart phone information/review, google play store apps information, bangla news, make money etc. milon milonbd milonbd03 milon blogger milon blog milon website milon web page milonbd blogger milonbd blog milonbd website milonbd web page milonbd03 blogger milonbd03 blog