চাকরির মূল তথ্য
- প্রতি মিনিটে ন্যূনতম টাইপিং স্পিড ২০ থেকে ২৫ শব্দ হতে হবে।
খালি পদের সংখ্যা
১০০০
চাকরির প্রাসঙ্গিক বর্ণনা
- গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেক লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ১০০% রপ্তানীকার এবং সুপ্রতিষ্ঠিত আউটসোর্স কোম্পানী। এর ক্লায়েন্টদের চাহিদা পূরণ করতে, কোম্পানী এর ডাটা এন্ট্রি/ বিপিও জব এর জন্য কিছু সংখ্যক তরুণ এবং উদ্যোমী প্রার্থীদের খোঁজ করছে।
- ডাটা এন্ট্রি অপারেটর (অভিজ্ঞ এবং সদ্য উত্তীর্ণ) আবশ্যক।
চাকরির বিবরণ / দায়িত্বসমূহ
- নির্ধারিত সময়সীমার মধ্যে সোর্স ডকুমেন্ট হতে টেক্সট ভিত্তিক এবং গাণিতিক তথ্য ইনপুট করার মাধ্যমে কাস্টমার এবং একাউন্ট ডাটা ইনসার্ট করা।
- কম্পিউটার এন্ট্রির জন্য সোর্স ডাটা প্রস্তুত করতে কমপাইল করা, সংশোধন যাচাই এবং তথ্য একত্রিত করা।
- ত্রুটি অথবা ভুলের জন্য ডাটা রিভিউ করা, যেকোন অসংগতির ক্ষেত্রে সম্ভাব্য সমাধান করা এবং ফলাফল বয়ে আনা।
চাকরির ধরন
ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা
- ন্যূনতম এইচএসসি
অন্যান্য যোগ্যতা
- প্রার্থীদের ইংরেজিতে ভাল ধারণা থাকতে হবে।
- বয়স ১৮ থেকে ৩৫ বছর তবে হাতে লিখিত ডাটা এন্ট্রি ক্ষেত্রে অভিজ্ঞ হলে শিথিলযোগ্য।
- অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং জরুরি ভিত্তিতে কাজে নিয়োজিত হতে হবে।
- প্রতি মিনিটে ন্যূনতম টাইপিং স্পিড ২০ থেকে ২৫ শব্দ হতে হবে।
- বাছাইকৃত অপারেটরকে সকাল এবং বিকালের শিফট এ কাজ করতে হবে। সকালের শিফট ৮:০০ থেকে ৪:০০ টা এবং বিকালের শিফট ৪:০০ থেকে
- রাত ১০:০০ টা।
কর্মস্হল
বাংলাদেশের যেকোনো স্থানে
অন্যান্য সুবিধাদি
- সদ্য উত্তীর্ণ প্রার্থীদেরকে বাধ্যতামূলক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণকালে সুবিধা প্রদান করা হবে।
- সফলভাবে প্রশিক্ষণ শেষ হলে, প্রার্থীরা কমপক্ষে ৭,০০০ টাকা আয় করতে পারবে এবং সামগ্রিকভাবে স্বতন্ত্র প্রোডাকশনের উপর ভিত্তি করে।
- অভিজ্ঞ প্রার্থীরা কমপক্ষে ১১,০০০ টাকা আয় করতে পারবেন এবং সামগ্রিকভাবে স্বতন্ত্র প্রোডাকশনের উপর ভিত্তি করে।
- দুইটি উৎসব বোনাস কোম্পানীর বিধি অনুসারে প্রদান করা হবে।
- কোম্পানীর বিধি অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
উত্স
বিডিজবস.কম অনলাইন জব পোস্টিং
অথবা
আগ্রহী প্রার্থীদেরকে তাদের আপডেট সিভি (পাসপোর্ট সাইজের ছবিসহ) নিম্ন ঠিকানায় ১১ জুন ২০১৭ তারিখের মধ্যে সকাল ৯:০০ থেকে বিকাল ৬:০০ টার মধ্যে পাঠাতে হবে। শুক্রবারে অফিস বন্ধ। অফিসের ঠিকানাঃ গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেক, ৭০, শহীদ তাজউদ্দিন আহমেদ সরনী (১ম তলা), মহাখালী, ঢাকা-১২১২, বাংলাদেশ।
আবেদনের শেষ তারিখ : জুন ১১, ২০১৭
কোম্পানীর তথ্য
গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেকঠিকানা : ৭০, শহীদ তাজউদ্দিন আহমেদ সরনী (১ম তলা), মহাখালী, ঢাকা-১২১২, বাংলাদেশ
Comments
Post a Comment