Apple buys startup for iPhone camera development (আইফোন ক্যামেরার উন্নয়নে স্টার্টআপ কিনেছে অ্যাপল)

Apple buys startup for iPhone camera development (আইফোন ক্যামেরার উন্নয়নে স্টার্টআপ কিনেছে অ্যাপল)


 Apple buys startup for iPhone camera development (আইফোন ক্যামেরার উন্নয়নে স্টার্টআপ কিনেছে অ্যাপল)


আমার লেখাটি শুরু করার আগে কয়েকটি অনুপ্রেরনামুলক কথা দিয়ে শরু করছি…..
আমাদের এই পোষ্টটি যদি আপনাদের কারো ভালো লাগে অথবা একটু হলেও উপকারে আসে তাহলে প্লিজ নিচে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের গুগল প্লে-স্টোরের অ্যাগুলোকের একবার হলেও ইন্সটল করে একটা রেটিং প্রদান করুন। সকল অগ্রিম ধন্যবাদ…..

ডাউনলোড এবং ইন্সটল প্লে-স্টোর অ্যাপ্স নিচের ছবির উপর ক্লিক করুন:
ডাউনলোড করে নিন বিপিএল 2019-2020 লাইভ স্কোর অ্যাপ্স নিচের লিংকের উপর ক্লিক করুন:
Link: http://www.mediafire.com/file/fv910m9cgiyy1qa/ipl_2020_live_score_update.apk/file
সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেল নিচের ছবির উপর ক্লিক করুন:

*****************************************

Apple buys startup for iPhone camera development (আইফোন ক্যামেরার উন্নয়নে স্টার্টআপ কিনেছে অ্যাপল)

 

iPhone

 

 







অনেকটা চুপিসারেই যুক্তরাজ্যভিত্তিক স্মার্টআপস্পেকট্রাল এজকিনেছে অ্যাপল। কোম্পানিটি ইমেজ ফিউশনে অগ্রণী ভূমিকা পালন করছে, যারা ইনফ্রারেড ফটো এবং মেশিন লার্নিংয়ের মাধ্যমে ছবিকে আরও রঙিন, বিস্তারিত এবং স্বচ্চ করে। খবর পেটাপিক্সেল।
ব্লুমবার্গে প্রকাশিত তথ্যমতে, ইতিমধ্যেই কর্পোরেট আইনজীবী পিটার ডেনউনকে স্পেকট্রাল এজের পরিচালক নিযুক্ত করা হয়েছে এবং কোম্পানিটির অন্যান্য পরামর্শক এবং বোর্ড সদস্যদের অব্যহতি দেয়া হয়েছে। অ্যাপল কোম্পানিটি অধিগ্রহণের পর এই কাজটি করা হয়েছে।
এছাড়া স্পেকট্রাল এজের ওয়েবসাইটের কনটেন্ট সরিয়ে ফেলা হয়েছে। যদিও বিষয়ে উভয় কোম্পানির পক্ষ থেকে প্রকাশ্যে কিছু বলা হয়নি।
ধারণা করা হচ্ছে, স্পেকট্রাল এজের প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল তাদের আইফোনের ক্যামেরাকে উন্নত করবে। খুব কম এবং মিশ্র আলোতেও ভালো ছবি তুলে দিতে পারবে এই প্রযুক্তি। মূলত নিরাপত্তা ক্যামেরা ফুটেজ উন্নতকরণে এই প্রযুক্তিটি ডেভেলপ করেছিলো স্পেকট্রাল এজ।
***********************
পোস্টটি,ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে উৎসাহিত করবেন,যাতে করে আরো নতুন নতুন টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে পারি।সকলে ভালো থাকবেন
#
ধন্যবাদ
 


Post a Comment

Previous Post Next Post