Thursday, August 17, 2017
বিকিনি পরেই নয়া রেকর্ড গড়লেন সানি লিওনি!
বিকিনিতেই কেল্লাফতে সানি লিওনির! নিজের আগামী ছবি মস্তিজাদে-তে ২৭টি ভিন্ন বিকিনি পড়ে নয়া রেকর্ড গড়লেন প্রাক্তন এই নীল তারকা। এর আগে কোনও ভারতীয় অভিনেত্রী নিজের পেশাগত জীবনকালে এমনটা করে দেখাতে পারেননি। গোটা মস্তিজাদে সিনেমাটিতে সানির ওয়াড্রব বলতে কিছু ডেনিম শর্টস, ক্রপ টপ এবং ২৭টি ভিন্ন বিকিনি। আর সেই কারণে সানি স্টাইলিশের পরামর্শে কড়া ডায়েটে ছিলেন দীর্ঘদিন। যাতে এই ধরণের পোশাকে নিজেকে মেলে ধরতে পারেন তিনি। আর পাশাপাশি জিমে ওয়ার্ক আউটেও লিটার লিটার ঘাম ঝড়িয়েছেন এই অভিনেত্রী।
মস্তিজাদে একটি সেক্স কমেডি ছবি। এই ছবিতে সানির সঙ্গে অভিনয় করছেন তুষার কাপুর ও বীর দাস। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন সানি। বলিউডে এই প্রথমবার সানিকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এই ছবি নিয়ে সানি ভক্তরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। আসুন চটপট দেখে নেওয়া যাক সানির মস্তিজাদে ছবির কিছু বিকিনি ঝলক।
মস্তির বিকিনি মস্তিজাদে ছবিতে গাড়ি ধোয়ানোর একটি সেক্সি দৃশ্যে মেরুণ ও কালো রংয়ের একটি বিকিনিতে লাস্যময়ী সানি।
সমুদ্রতটে সমুদ্রতটে দুধে আলতা রংয়ের একটি বিকিনিতে সানি লিওনি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment