বাংলাদেশের ৮৮ রানের লিড, হাতে ৯ উইকেট [Ban vs Aus 1st Test Match News 2017]

বাংলাদেশের ৮৮ রানের লিড, হাতে ৯ উইকেট [Ban vs Aus 1st Test Match News 2017]


অবিচল তামিম, বাংলাদেশের ৮৮ রানের লিড
দ্বিতীয় দিনের শেষ বেলায় ২২ ওভার ব্যাট করে সৌম্য সরকারকে হারিয়ে ৪৫ রান করেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পাওয়া স্বাগতিকরা এগিয়ে ৮৮ রানে।
৩০ রানে অপরাজিত প্রথম ইনিংসে অর্ধশতক পাওয়া তামিম ইকবাল। ধৈর্যের প্রতিমূর্তি যেন বাঁহাতি এই ব্যাটসম্যান। একদমই ঝুঁকি নেননি। ৭০ বলের ইনিংস গড়া দুটি চারে। নিজের কাজে সফল নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম। ৯ বল খেলে নিরাপদে কাটিয়ে দিয়েছেন শেষ সময়টুকু।



সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ২য় ইনিংস: ২২ ওভারে ৪৫/১ (তামিম ৩০*, সৌম্য ১৫, তাইজুল ০*; হেইজেলউড ০/৩, কামিন্স ০/৫, লায়ন ০/১১, ম্যাক্সওয়েল ০/১৭, অ্যাগার ১/৯)
আত্মঘাতী শটে ফিরলেন সৌম্য
অহেতুক ঝুঁকি নিয়ে আউট হয়েছেন সৌম্য সরকার। দিনের দ্বিতীয় শেষ ওভারে এগিয়ে এসে উড়াতে চেয়েছিলেন অ্যাশটন অ্যাগারকে। আকাশে উঠে যাওয়া ক্যাচ তালগোল পাকিয়ে চতুর্থ চেষ্টায় মুঠোয় জমান মিড অনের ফিল্ডার উসামান খাওয়াজা।
১৫ রান করে সৌম্যর বিদায়ে ভাঙে বাংলাদেশের ৪৩ রানের উদ্বোধনী জুটি।
তামিম ইকবালের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম।

বাংলাদেশের সতর্ক শুরু

দ্বিতীয় ইনিংসের শুরুতে সতর্ক বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকার। ষষ্ঠ ওভারে আক্রমণে নাথান লায়নকে এনেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। দুটি স্লিপ, ফরোয়ার্ড শর্ট লেগ রেখে চাপে রেখেছেন স্বাগতিক ব্যাটসম্যানদের।
২১৭ রানে অলআউট অস্ট্রেলিয়া
সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ২১৭ রানে গুটিয়ে ৪৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ। টেস্টে এ নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড পেল তারা।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান। এর আগে ২০০৬ সালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৬৯ রান করেছিল তারা। টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলা ছয় ইনিংসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার অলআউট হল অস্ট্রেলিয়া।
১৪৪ রানে ৮ উইকেট ফেলে দিয়ে আরও বড় লিড নেওয়ার আশা জাগিয়েছিল বাংলাদেশ। শেষ ২ উইকেটে ৭৩ রান যোগ করে লিডটা ৫০-এর নিচে নামিয়ে আনে অতিথিরা।
সাকিবের পাঁচে শেষ অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সুযোগই পাঁচ উইকেট নিয়ে মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন ও রঙ্গনা হেরাথের পাশে বসেছেন সাকিব আল হাসান। নয়টি দেশ খেলুড়ে দেশের বিপক্ষে পাঁচ উইকেট আছে কেবল এই চার জনেরই।
১১ নম্বর ব্যাটসম্যান জশ হেইজেলউডকে ফরোয়ার্ড শর্ট লেগে ইমরুল কায়েসের ক্যাচে পরিণত করেন সাকিব।
সাকিবের দারুণ বোলিংয়ে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২১৭ রানে গুটিয়ে ৪৩ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭৪.৫ ওভারে ২১৭ (ওয়ার্নার ৮, রেনশ ৪৫, খাওয়াজা ১, লায়ন ০, স্মিথ ৮, হ্যান্ডসকম ৩৩, ওয়েড ৫, অ্যাগার ৪১*, কামিন্স ২৫, হেইজেলউড ৫; শফিউল ০/২১, মিরাজ ৩/৬২, সাকিব ৫/৬৮, তাইজুল ১/৩২, মুস্তাফিজ ০/১৩, নাসির ০/৩)
অস্ট্রেলিয়ার দুইশ
মাটি কামড়ে পড়ে থাকা অ্যাশটন অ্যাগারের ব্যাটে দুইশ ছাড়িয়েছে অস্ট্রেলিয়ার সংগ্রহ। ৩১তম ওভারে তিন অঙ্ক ছুঁয়েছিল অতিথিদের স্কোর। দুইশ রান এসেছে ৭১তম ওভারে।

Post a Comment

Previous Post Next Post